বন্ধুসভা হোক ভালো মানুষ গড়ার সহায়ক

‘সৃষ্টির আনন্দে তারুণ্য’ স্লোগানে গতকাল সিলেটে প্রথম আলো বন্ধুসভা বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা
ছবি: প্রথম আলো

বন্ধুসভার বিচরণ কেবল প্রাকৃতিক বিপর্যয় কিংবা মানবিক কাজেই সীমাবদ্ধ নয়, বরং বন্ধুদের জীবনমান উন্নয়ন ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সহায়ক হিসেবেও কাজ করছে এ সংগঠন। সিলেটে গতকাল শনিবার বন্ধুসভার বিভাগীয় কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

গতকাল বেলা চারটায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সৃষ্টির আনন্দে তারুণ্য’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ছন্দ নৃত্যালয়ের তিন শিল্পী।

এরপর হয় উদ্বোধনী পর্ব। এতে সভাপতিত্ব করেন বন্ধুসভার কেন্দ্রীয় সভাপতি মুমিত আল রশীদ। কর্মশালায় বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি, লেখালেখি, উপস্থাপনা, নেতৃত্ব ও শিষ্টাচার, বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় বিভাগের তিন জেলার ছয়টি শাখার শতাধিক সদস্য অংশ নেন। এতে সহযোগিতা করেছে বইয়ের বিপণন প্রতিষ্ঠান বইপত্র।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, বইপত্রের মালিক জাহিদ মাসুম ও বন্ধুসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌসুমী মৌ।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, জীবনে চলার পথে নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। এ জন্য প্রশিক্ষণের প্রয়োজন। প্রথম আলো বন্ধুসভা এমন একটা কর্মশালার আয়োজন করেছে, যেটা ব্যক্তিজীবনে চলার জন্য দরকার। শুদ্ধ উচ্চারণ ও শিষ্টাচারের অভাবে নানা ক্ষেত্রে আটকে যেতে হয়। কর্মশালায় প্রাপ্ত প্রশিক্ষণ জীবনে কাজে লাগাতে হবে। তবেই এমন আয়োজন সফলতার মুখ দেখবে।

প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন এবং সিলেট বন্ধুসভার সাবেক সদস্য ও সিলেট মহানগর পুলিশের এডিসি গৌতম দেব। প্রশিক্ষণ দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ঢাকা মহানগর বন্ধুসভার সাবেক সভাপতি উত্তম রায় ও কেন্দ্রীয় বন্ধুসভার নির্বাহী শাহিন মাহফুজ।

কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং মৌলভীবাজারের কুলাউড়া বন্ধুসভার সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে ইউএসএআইডির উজ্জীবন এসবিসিসি প্রকল্পের অধীনে জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ‘বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ বিষয়ে ক্যাম্পেইন করেছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণার অংশ হিসেবে কর্মশালায় উপস্থিত বন্ধুদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়।