বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘বন্ধুবরণ উৎসব ২০২০’

গত ২৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে ‘বন্ধুবরণ উৎসব ২০২০’ আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ আয়োজনে ২৯ জন নতুন বন্ধুকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি নতুন বন্ধুদের অভিবাদন জানান ও বন্ধুসভার নানা কার্যক্রম তুলে ধরেন। নিজেদের দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিকনির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করেন।

এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুর রহমান খান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বন্ধুসভার নতুনদের স্বাগতম ও আয়োজকদের এত সুন্দর মিলনমেলা আয়োজনের জন্য অভিবাদন জানান।
দুই পর্বের এ আয়োজনের আনুষ্ঠানিক পর্বে বশেমুরকৃবি বন্ধুসভার কার্যকরী সদস্যরা পরিচিতিমূলক ও নতুনদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা ও গানে অনলাইন দর্শক ও শ্রোতাদের মন মাতিয়েছেন ১৬তম ব্যাচের নবীন সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতমুখ সাকলায়েন ও চিন্ময় দাস।

‘বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষে প্রথম আলো বন্ধুসভার মতো সামাজিক, সাংস্কৃতিক, সহযোগিতামূলক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি’ বলে মন্তব্য করেন এক নবীন সদস্য।
দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নেওয়া এই ভার্চ্যুয়াল অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিলনমেলায় পরিণত হয়। বন্ধুসভার ফেসবুক গ্রুপ থেকে সরাসরি এ বন্ধুবরণ উৎসব সম্প্রচারিত হয় এবং সহস্রাধিক মানুষ লাইভটি উপভোগ করেন।

তানভীর আহম্মেদ: সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা