বগুড়া বন্ধুসভার সাংস্কৃতিক সন্ধ্যা

১৩ নভেম্বর বগুড়া বন্ধুসভা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে
ছবি: সংগৃহীত

হেমন্তের সাঁঝবেলায় সুরের মূর্ছনায় ভেসে যান বগুড়া বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ১৩ নভেম্বর বগুড়া বন্ধুসভা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। যার মূল আকর্ষণ হিসেবে ছিলেন বর্তমান প্রজন্মখ্যাত সংগীতশিল্পী বাউল সুকুমার রায়। তিনি গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান ‘বলব না গো আর কোনো দিন’ এবং ‘বারে বারে আর আসা হবে না, প্রেম করে মন দিলা না’, ‘কত দিন কত রাত’সহ আরও কিছু গান।

আরও ছিলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ শিল্পী মেজবাহ বাপ্পি। তিনি শোনান ‘আমি বাংলার গান গাই’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আজ কেন মন উদাসী হয়ে’সহ কয়েকটি গান।

মূল আকর্ষণ হিসেবে ছিলেন বর্তমান প্রজন্মখ্যাত সংগীতশিল্পী বাউল সুকুমার রায়
ছবি: সংগৃহীত

অতিথি শিল্পী আসার আগে মঞ্চ মাতান বগুড়া বন্ধুসভার তরুণ শিল্পী আল গালিব খান, সাবরিন সামান্তা, সৌরভ, আফিফা আঞ্জুমসহ আরও অনেকে।

গানের মধ্যে সব অতিথি ও বন্ধুকে নিয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা সৈয়দ আহমেদ কিরণ, সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস-উল-আলম জয়, প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলামসহ আরও অনেকে।