ফেনী বন্ধুসভার আলোচনা সভা ও মাস্ক বিতরণ

শহরের রেলস্টেশন সড়কে দুই শতাধিক পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

ফেনী বন্ধুসভার আয়োজনে প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর বিকেলে শহরের মিজান রোডের প্রথম আলো ফেনী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন ছিল।

এর আগে শহরের রেলস্টেশন সড়কে দুই শতাধিক পথচারীর মধ্যে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করা হয়। এতে প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী বন্ধুসভার উপদেষ্টা ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, শেখ নুর উদ্দিন মাহমুদ চৌধুরী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল আলম, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহমেদ, জয়নাল হাজারী কলেজের প্রভাষক মো. ইলিয়াছ, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক উপস্থিত ছিলেন।

শহরের রেলস্টেশন সড়কে দুই শতাধিক পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

এ ছাড়া এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, অমিত মজুমদার, সহসভাপতি বিজয় নাথ, আবু সুফিয়ান, অনুষ্ঠান সম্পাদক মণিকা রায়, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক হারাধন নন্দী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, নারী সম্পাদক তানজিনা সুলতানা, ইমরান ইমন, সাহিত্য সম্পাদক হৃদিতা রায়, সদস্য ফারজানা আহমেদ প্রমুখ।

সব শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।