প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ঝিনাইদহ বন্ধুসভা

প্রীতি বিতর্কে বিজয়ী হয় বিপক্ষ দল ঝিনাইদহ বন্ধুসভা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতাযুদ্ধের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের বিতর্কের সংগঠন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদের (বীহারবিপ) আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিতর্ক সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, শিক্ষক আলমগীর হোসেন, নাজমুল আলম রিগান। মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারি কেসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহেদী হাসান মুন্না।

বিতর্কের বিষয় ছিল ‘আইনের শাসন নয়; সামাজিক মূল্যবোধই পারে যৌন সন্ত্রাস রুখতে।’ বিষয়ের পক্ষ দলে ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদ ও বিপক্ষ দলে ছিল ঝিনাইদহ বন্ধুসভা।

শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ী দলের প্রথম বক্তা উম্মে ফারিহা প্রভা
ছবি: সংগৃহীত

প্রীতি বিতর্কে বিজয়ী হয় বিপক্ষ দল ঝিনাইদহ বন্ধুসভা। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ী দলের প্রথম বক্তা উম্মে ফারিহা প্রভা। বিতর্ক শেষে হয় দোয়া অনুষ্ঠান। পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম জুলকার নাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীহারবিপের সাধারণ সম্পাদক আল ইমরান।