প্রদর্শিত হলো চবি বন্ধুসভার নাটক ‘সূর্যমুখী’

প্রদর্শিত হলো চবি বন্ধুসভার নাটক ‘সূর্যমুখী’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ১৯৬১ সালে বিশ্ব নাট্য দিবসের প্রবর্তন করে। গত ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস। প্রতিবছর ২৭ মার্চ আইটিআই কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটি দিবসটি পালন করে।

বিশ্ব নাট্য দিবস উদ্‌যাপন করতে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চনাটক প্রদর্শিত হয়। স্পেনের নাট্যকার ও নির্দেশক গিরাসিয়া লোরকা বলেছেন, ‘একটি দেশের মনন ও বিকাশের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো থিয়েটার।’

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভা প্রথমবারের মতো প্রদর্শন করে নাটক ‘সূর্যমুখী’। নাটকটিতে তুলে ধরা হয় লকডাউনের এই সময়কে কীভাবে কাজে লাগিয়ে চার বন্ধু সফলতা পান এবং হয়ে ওঠেন সূর্যমুখী।

চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এইচ সাগর বলেন, ‘বছরের শুরুতেই আমরা এই দিবসে বড় পরিসরে একটি নাটক মঞ্চায়ন করার পরিকল্পনা করেছিলাম। করোনার এই ক্রান্তিলগ্নে আমরা ছোট পরিসরে আয়োজনটি করি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীকালে বড় পরিসরে এই আয়োজন করব।’

করোনা মহামারির কারণে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাটকটির শুটিং করতে না পারলেও চবি বন্ধুসভার কিছু বন্ধুর আন্তরিক প্রচেষ্টায় গ্রামে নাটকটির শুটিং করা হয়।

২৮ মার্চ নাটকটি প্রচার করা হয় চবি বন্ধুসভার ফেসবুক পেজ থেকে। ‘সূর্যমুখী’র সার্বিক নির্দেশনায় কাজ করেন চবি বন্ধুসভার সাংস্কৃতিক দল। নাটকে অভিনয় করেছেন চবি বন্ধুসভার বন্ধু অনিকা রায়, নিবিড় রায় নিপুণ, এস এম শফিক, আঁখি আক্তার ও টুম্পা রায়। নাটকটির নির্দেশনা ও কথকের ভূমিকায় ছিলেন এস এম শফিক, রচয়িতা ফুয়াদ পার্থ, চিত্রগ্রহণে ছিলেন এস কে সাগর, গ্রাফিকস ডিজাইন করেন নাদিয়া ইসলাম ও ভিডিও সম্পাদনা করেন ফাল্গুনী ভট্টাচার্য।

নারীবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা