প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুর বন্ধুসভার দিনব্যাপী নানা আয়োজন

বন্ধুদের নিয়ে কেক কাটা, বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম ও কুশলাদি বিনিময় এবং আলোচনা করা হয়
ছবি: সংগৃহীত

১১ নভেম্বর বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুর বন্ধুসভার বন্ধুরা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেন। বরাবরের মতো এ বছরও জামালপুর বন্ধুসভার বন্ধুরা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে দিনটি পালন করেন। যদিও করোনার কারণে অনেক বাধাবিপত্তি থাকায় আগের মতো জাঁকজমকভাবে দিনটি উদ্‌যাপন করা সম্ভব হয়নি; তবু ছোট ছোট স্তরে কয়েকটি ধাপে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

১১ নভেম্বর সকালে জামালপুর বন্ধুসভার উপদেষ্টা মো. আবদুল হাই আল হাদী, শাকের আহম্মদ চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, হিশাম আল মাহান্নাভ, মহসিন কাঁকন ও আবদুল আজিজকে শুভেচ্ছাপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফুলের শুভেচ্ছা পেয়ে তাঁরাও বন্ধুসভা ও বন্ধুদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বন্ধুদের নিয়ে কেক কাটা, বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম ও কুশলাদি বিনিময় এবং আলোচনা করা হয়
ছবি: সংগৃহীত

বিকেল ৪টা ৩০ মিনিটে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্বল্প পরিসরে বন্ধুদের নিয়ে কেক কাটা, বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম ও কুশলাদি বিনিময় এবং আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা মহসিন কাঁকন, সভাপতি সিফাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাদী, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, উপসাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যোগাযোগ সম্পাদক সানি সিরাজ, প্রশিক্ষণ সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক আফরা আক্তার, অনুষ্ঠান সম্পাদক ইকবাল হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রবিউল আওয়াল, সাবেক সভাপতি সেরাজুম মনিরা, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ফখরুল হাসান ও বন্ধু সৌরভ, তৌকির, ইনান, শাকিল, মুসা, রাহুল, ববি, রাজু, মাহিসহ আরও অনেকে।

উপদেষ্টাদের শুভেচ্ছাপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
ছবি: সংগৃহীত

কোভিড-১৯ পরিস্থিতিতে সব বন্ধু উপস্থিত হতে না পারায় রাত ৮টা ৩০ মিনিটে জুম আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় দেশের বিভিন্ন স্থান থেকে জামালপুর বন্ধুসভার বন্ধুরা শুভেচ্ছা বিনিময় করেন। আড্ডা সঞ্চালনা করেন সাবেক সভাপতি সেরাজুম মনিরা। স্বরচিত আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা মো. আবদুল হাই আল হাদী, কৌতুক উপস্থাপন করেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান, সংগীত পরিবেশন করেন দপ্তর সম্পাদক এম এ কাভী সেকান্দর আলম এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রবিউল আওয়াল।

এ ছাড়া যুক্ত ছিলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক কাওছার জাহান মিহাম, নাঈম, মারুফ, তায়েবাসহ অন্য বন্ধুরা।

ভার্চ্যুয়াল আড্ডায় দূরত্বকে হার মানিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বন্ধুরা। দীর্ঘ সময় জুমে কাটানোর পর কাভীর চমৎকার সংগীত পরিবেশনার মাধ্যমে প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সমাপ্তি ঘটে।