পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন

পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত

জাতীয় পথশিশু দিবস পালন করেছে পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২ অক্টোবর শনিবার জাতীয় পথশিশু দিবসে বগুড়া শহরের সাতমাথাসংলগ্ন বগুড়া এডওয়ার্ড পৌর পার্কে পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মাস্ক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত
পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত

শনিবার বিকেলে পুন্ড্র ইউনিভার্সিটির বন্ধুসভার সদস্যরা পৌর পার্কে উপস্থিত হয়ে প্রথমে শিশুদের সারিবদ্ধ করেন। এরপর শিশুদের মধ্যে মাস্ক, খাতা, কলম, পেনসিল, ইরেজার ও শার্পনার বিতরণ করা হয়। শিশুদের টিফিন হিসেবে নাশতা ও বেলুন দেওয়া হলে তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। অনুষ্ঠান পরিচালনা করেন পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান। সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান সম্পাদক শামিম আহমেদ ও তত্ত্বাবধানে ছিলেন সহসভাপতি নকিব হাসান।

পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত
পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটির বন্ধুসভার সভাপতি গোলাম ক্বাদেমুল এহসান, সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা মোস্তারী মোস্তফা, উপসাংগঠনিক সম্পাদক ইউশা আহমেদ, যোগাযোগ সম্পাদক রাকিব আল হাসান, মানবসম্পদবিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সজীব হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুবর্ণা খাতুন, পাঠাগার সম্পাদক আফসানা জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিনা আক্তার, অর্থ সম্পাদক আফরিনা তাবাস্‌সুম, বন্ধু সোহানুর সৈকত, ফারহান, আরিফ ও রিশাদ।

পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার জাতীয় পথশিশু দিবস পালন
ছবি: সংগৃহীত