পিরোজপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে বন্ধুসভার মুখবন্ধন

বন্ধুসভার সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখবন্ধনে অংশ নেন
ছবি: সংগৃহীত

সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে পিরোজপুর বন্ধুসভার উদ্যোগে মুখবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ভাগীরথী চত্বরের শহীদ বেদি প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল, পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক শাফিউল মিল্লাত, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. সিজন সিকদার, অনুষ্ঠান সম্পাদক মো. রুম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জি এম সানি, সদস্য সৌমিক সাহা, জেরিন তাসমিম, ইব্রাহিম খান, শান্ত আকন প্রমুখ।
নোয়াখালীসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বন্ধুসভার সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখবন্ধনে অংশ নেন।

শফিকুল ইসলাম: সভাপতি, পিরোজপুর বন্ধুসভা