পিরোজপুর বন্ধুসভার পিঠা উৎসব ও বই বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিরোজপুর বন্ধুসভার পিঠা উৎসব ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সকাল ১০ টায় পিরোজপুর বন্ধুসভার আয়োজনে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বন্ধুসভার উপদেষ্টা ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম।

পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাফিউল মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সহসভাপতি তানজীল শুভ, সাংগঠনিক সম্পাদক শেহজাদ রিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সানি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, অনুষ্ঠান সম্পাদক রুম্মান, দপ্তর সম্পাদক ওয়াসিমুল কবির, অর্থ সম্পাদক ছামিউল মিল্লাত, যোগাযোগ সম্পাদক আসাদুল হক, ইব্রাহীম খান তামিম, জেরিন তাসলিম ইভা, তামান্না মিম, হাফসা প্রমুখ।

বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সেই সঙ্গে শিশুদের খাওয়ানো হয় হরেক রকমের পিঠা।

সভাপতি, পিরোজপুর বন্ধুসভা