পাবিপ্রবি বন্ধুসভার উন্মুক্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা

পাবিপ্রবি বন্ধুসভার উন্মুক্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

ভাষা আন্দোলনের ঐতিহাসিক অর্জন সম্পর্কে জানতে ও মাতৃভাষার চর্চা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নিজেদের ক্যাম্পাসে আয়োজন করে উন্মুক্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি আয়োজিত রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘ভাষা আন্দোলন ও বাংলা ভাষার বিশ্বায়ন’। প্রতিযোগিতায় পাবিপ্রবির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ইয়ামান শাহবাজ, দ্বিতীয় ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের আনিকা রহমান এবং তৃতীয় ইংরেজি বিভাগের ফাতিহাতুল কুবরা।

পাবিপ্রবি বন্ধুসভার উন্মুক্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন অর্থনীতি বিভাগের স্বপন খান, বাংলা বিভাগের মো. শাহিন আলম ও তারেক হাসান, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের কুমারী সঞ্চিতা রানী, ইংরেজি বিভাগের কামরুল ইসলাম, বাংলা বিভাগের অয়ন ও রওনক জাহান।

পাবিপ্রবি বন্ধুসভার উন্মুক্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার উপদেষ্টারা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপহার হিসেবে বই তুলে দেন।

সাধারণ সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা