পরীর মুখে হাসি

পথশিশুদের একত্র করে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা অসহায়, গৃহহীন মানুষের মাঝে শীতবস্ত্র ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। ৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় শহরের ফৌজদারি এলাকায় বন্ধুরা একত্র হন। তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় ও গৃহহীন মানুষ খুঁজে খুঁজে তাদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করেন। পথশিশুদের একত্র করে তাদের মাঝেও খাবার বিতরণ করা হয়।

অসহায়, গৃহহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

কম্বল পেয়ে রোকেয়া বেগম (৫৪) বলেন, ‘কত মানুষ এদিক দিয়া যায়, কেউ চাইয়াও দেহে না। এই পথম তোমরাই আইলা। এই কম্পলডা দিয়া খুব উপকার করলা তোমরা। তোমগোর জইন্যে মন খোইলা দোয়া করি।’

লোকমান হোসেন (৬০) বলেন, ‘এই বুইরা বয়সে ঠিকমতো কামও করতে পাই না। তোমগোর এই খাবার খাইয়া কম্বল পইরা আইজ শান্তিতে ঘুমামু।’

পথশিশুদের একত্র করে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

ফুট ফুটে পথশিশু পরীর (৪) জিজ্ঞাসার শেষ ছিল না আমাদের কাছে। কী দিতেছ তোমরা, তোমার নাম কী, কই থেকে আইছ ইত্যাদি? আর যখন জানল প্যাকেটের ভিতর কী আছে, তখন তার হাসিমাখা মুখের কাছে আমাদের সব পরিশ্রম ম্লান হয়ে যায়।

পথশিশুদের একত্র করে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আবদুল্লাহ, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক নিজামুল করিম, পাঠাগার সম্পাদক আরিফ হোসেন, বন্ধু জামিল, মেহেদী, নাইম, হিসবুল্লাহ্ এবং বশেফমুবিপ্রবি বন্ধুসভার তাসনিমুল হক, আজিম মৃধা, সাঈম হাসান, মেহরাব হোসেন প্রমুখ।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, জামালপুর