পরিবেশ রক্ষায় সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: সিলেট বন্ধুসভা

প্রকৃতিকে আবারও তার আগের রূপ আর সৌন্দর্য ফিরিয়ে দিতে প্রয়োজন বিশ্বের প্রতিটি দেশের সহযোগিতা। বাংলাদেশ ছোট্ট একটি দেশ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে শুধু একটি দেশেই বৃক্ষরোপণ যথেষ্ট নয়। দুর্যোগপূর্ণ এ দেশকে বন্যার মতো বড় বড় দুর্যোগ থেকে বাঁচাতে পুরো পৃথিবীকে আবারও সবুজে মুড়িয়ে নেওয়া দরকার।

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: সিলেট বন্ধুসভা

কিছুদিন আগে বৃক্ষরোপণের প্রথম ধাপে বজ্রপাত প্রতিরোধী তালবীজ রোপণ করে সিলেট বন্ধুসভা। তারপর ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে সিলেটের বন্ধুরা গাছ নামের প্রিয় বন্ধুদের রোপণ করেছেন সিলেটের নানা জায়গায়। প্রিয় সেই বন্ধুদের নাম কাঠবাদাম, অর্জুন, রেইনট্রি, কাঁঠাল, কাঁঠালচাঁপা, কৃষ্ণচূড়া ও নিম।

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: সিলেট বন্ধুসভা

প্রকৃতি হিংস্র না হোক, ছয় ঋতু চার ঋতুতে নাম না লিখাক, সমুদ্রের স্তর নেমে যাক বিপৎসীমার নিচে, বরফ গলা হয়ে যাক বন্ধ, পৃথিবী আবারও হোক সুস্থ, সুন্দর আর শ্যামল—এমনই প্রত্যাশা নিয়ে বৃক্ষরোপণে নেমেছিলেন সিলেটের বন্ধুরা।

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: সিলেট বন্ধুসভা