পবিপ্রবিতে বিজয়ের বইমেলা অনুষ্ঠিত
বিজয় মানেই আনন্দ, বিজয় মানেই খুশি। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিজয়ের আনন্দকে রাঙিয়ে তুলতে পটুয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে দুই দিনব্যাপী ‘বিজয়ের বইমেলা’।
১৫ ও ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত এই বইমেলায় ৬টি স্টল স্থান পায়। স্টলগুলোতে বইয়ের সংখ্যাও ছিল পর্যাপ্ত। দাঁড়িকমা ও প্রথমা প্রকাশন মেলায় অংশ নেয়। মেলার দুই দিন উৎসবমুখর পরিবেশে বইয়ের ক্রয়-বিক্রয় চলে।
আয়োজক কমিটির সভাপতি সোহেল আমিন সাকিব বলেন, ‘দুই দিনের আয়োজনে আমরা সন্তোষজনক সাড়া পেয়েছি। প্রতিবছর আমরা এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবার বইমেলার আয়োজন দেখে শিক্ষার্থীরাও অনেক খুশি। তাঁদের প্রত্যাশা, সামনে এমন আরও আয়োজন করা হোক।