পবিপ্রবি বন্ধুসভার ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার তিনটি ইভেন্টে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সমাপ্ত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ছোটগল্প লিখন, ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন। দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ মেধাবী এতে অংশ নেন।

ছোটগল্প লিখন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাহাদ হোসেন, রানারআপ হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসনীম বাশার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ফারিয়া ফাতিমা, রানারআপ হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সানজানা আক্তার।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমরান পারভেজ, রানারআপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আহসান আহমেদ।

পবিপ্রবি বন্ধুসভার সভাপতি সোহেল আমিন বলেন, ‘যুব দিবসে যুবকদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।’