পবিপ্রবি বন্ধুসভার ‘চিত্রকল্পে ২০২০’ প্রতিযোগিতার ফল প্রকাশ

প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ২৫ দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রকল্পে ২০২০-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

এই আয়োজনে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোছাদ্দিকা নওরিন, ১ম রানারআপ ও ২য় রানারআপ যথাক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পাপিয়া ও নওশিন তাবাসসুম মালিহা। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় উপহারসামগ্রী।

পবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক ফাতেমা জেরিন বলেন, চিত্রকল্পের মধ্যে প্রতিযোগীদের সৃজনশীলতা এবং প্রতিযোগীদের আগ্রহ সত্যিই অকল্পনীয়।

বিজয়ীদের অভিনন্দন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মো. তরিকুল ইসলাম জয়।