পবিপ্রবি বন্ধুসভার আয়োজনে ‘প্রকৃতির জন্য সময়’

পবিপ্রবি বন্ধুসভার আয়োজনে ৫ জুন রাত আটটায় অনুষ্ঠিত হলো ‘প্রকৃতির জন্য সময়’ শীর্ষক অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বন্ধুসভার আয়োজনে ৫ জুন রাত আটটায় অনুষ্ঠিত হলো ‘প্রকৃতির জন্য সময়’ শীর্ষক অনুষ্ঠান। ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. রমণ কুমার বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পবিপ্রবি বন্ধুসভার পরিবেশবিষয়ক সম্পাদক মো. আতিক রাহাত রহমান। প্রায় দুই ঘণ্টার ফেসবুক লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করেন পবিপ্রবি বন্ধুসভার সভাপতি সোহেল আমিন সাকিব।

প্রকৃতির জন্য সময় শিরোনামের ফেসবুক লাইভ অনুষ্ঠানে অতিথি ড. রমণ কুমার বিশ্বাস দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবার সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় দরকার জাতীয় ও বৈশ্বিক সমন্বিত চেষ্টা। এ ক্ষেত্রে অবশ্যই শিল্পোন্নত দেশগুলোকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের ওপর রমণ কুমার বিশ্বাস বিশেষ গুরুত্বারোপ করেন। সবশেষে পরিবেশ রক্ষায় সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।