‘পদ্মা নদীর মাঝি’ নিয়ে পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্র

‘পদ্মা নদীর মাঝি’ নিয়ে পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্র
ছবি: সংগৃহীত

পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার অক্টোবর মাসের পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রটি ৬ অক্টোবর বুধবার রাত ১০টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয় ছিল আধুনিক বাংলা উপন্যাসের বিশাল আঙিনায় নদীজীবী মানুষ নিয়ে রচিত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’।

পাঠচক্র উপস্থাপনা করেন পাঠাগার সম্পাদক আফসানা জাহান ও দুর্যোগবিষয়ক সম্পাদক শাহিনা আক্তার। ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে জেলেদের জীবনের দুঃখ–দুর্দশা ফুটিয়ে তুলেছেন লেখক। পাশাপাশি মানুষের আদিম প্রবৃত্তিও সমান্তরালভাবে ফুটে উঠেছে।

পাঠচক্রের প্রথম অংশে উপন্যাসের চরিত্র ও পটভূমি সম্পর্কে আলোচনা করা হয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের ও কপিলা। ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রহস্যময় ও গুরুত্বপূর্ণ একটি চরিত্র হোসেন মিয়া। কুবের, কপিলা, হোসেন মিয়া ছাড়াও আরও কয়েকটি চরিত্র এ উপন্যাসে রয়েছে। চরিত্রগুলো হলো রাসু, ধনঞ্জয়, পীতম মাঝি, মালা, গণেষ, আমিনুদ্দি, রসুল, ফাতেমা প্রভৃতি।

‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। এ উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীরসংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের মাঝি–জেলেদের জীবনালেখ্য চিত্রিত হয়েছে। পাঠচক্রের দ্বিতীয় অংশে পাঠচক্রসংক্রান্ত কুইজ অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি গোলাম ক্বাদেমুল এহসান ও সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মো. নকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা মোস্তারী ও মানতাশা হাসান, সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হাসান, নারীবিষয়ক সম্পাদক তামমিম নাহার, যোগাযোগ সম্পাদক রাকিব আল হাসান, দপ্তর সম্পাদক মো. সজীব হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুবর্ণা খাতুন, অর্থ সম্পাদক আফরিনা তাবাসসুম, ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, অনুষ্ঠান সম্পাদক শামিম আহমেদ, বন্ধু নাজু, নিশাত, হাফসা, আবু তালহা, রক্তিম, মিনহাজ, বাপ্পি ও মোস্তাক।

সহসভাপতি, পুন্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা