নয়টি বন্ধুসভার অংশগ্রহণে চট্টগ্রাম বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা

নয়টি বন্ধুসভার অংশগ্রহণে শেষ হলো চট্টগ্রাম বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

‘জাতির জনককে নিয়ে এমন আয়োজন সত্যিই অসাধারণ। এভাবেই নানা ধরণের আয়োজনের মাধ্যমে বন্ধুসভার বন্ধুদের দেশ নিয়ে জানতে হবে।’ ১১ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় শুরু হয় আয়োজন। শুরুতেই ছিল কথামালার পর্ব। এতে অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী ও বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। এ সময় অতিথিরা বলেন, বন্ধুসভা গত ২২–২৩ বছর নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি বন্ধুসভার বন্ধুদের নিজেদের বিকশিত করতেও কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধু জয়শ্রী দাশ, শিহাব জিশান ও জয়শ্রী মজুমদার। কথামালার ফাঁকে গান পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু রুম্পি চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন সাজিয়া আফরিন প্রাপ্তি। শেষে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি তাহমিনা সানজিদা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করেন এবং তাঁদের অভিনন্দন জানান।

গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম, পটিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, কক্সবাজার, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, চকরিয়া ও মহেশখালী বন্ধুসভার মোট ২০৪ জন বন্ধু অংশগ্রহণ করেন।

কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রাউফুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার রাহিম মাহমুদ, তৃতীয় হয়েছেন কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার রেজাউল করিম, চতুর্থ হয়েছেন মহেশখালী বন্ধুসভার আশেকুল ইসলাম এবং পঞ্চম স্থান লাভ করেছেন পটিয়া বন্ধুসভার রানা হামিদ।

কুইজ প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে ছিলেন জয়নাল আবেদীন, জয়শ্রী মজুমদার, মাহির রেজোয়ান, রুম্পি চৌধুরী ও রাফা ইসলাম দিবা।