নোয়াখালী বন্ধুসভার নতুন কমিটির শপথ পাঠ

১৫ জানুয়ারি বেলা তিনটায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়ছবি: আসিফ আহমেদ

নোয়াখালী বন্ধুসভার বছরের দ্বিতীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বেলা তিনটায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২০২১ কার্যকরী কমিটির সদস্যরা শপথবাক্য পাঠ করেন। শপথ করান নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ কাইয়ূম।

শুরুতেই পরিচয় পর্বের পর বন্ধুদের আলোচনায় উঠে আসে বিগত বছরের কার্যক্রমের মূল্যায়ন। গত বছরের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা করেন নোয়াখালী বন্ধুসভার সহসভাপতি সাইফুদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, উপসাংগঠনিক সম্পাদক নাইমা সুলতানাসহ আরও অনেক বন্ধু।

সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ চৌধুরী নতুন বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অন্য বন্ধুরা কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মহিউদ্দিন রাতুল, সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ চৌধুরীসহ অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা মাসুদ কাইয়ূম।

নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২০২১ কার্যকরী কমিটির সদস্যরা শপথবাক্য পাঠ করেন
ছবি: আসিফ আহমেদ

সভাপতি মহিউদ্দিন রাতুল বন্ধুদের অভিনন্দন জানান। তিনি ২০২১ সাংগঠনিক বছরে একসঙ্গে কাজ করার আহ্বান জানানোর মাধ্যমে সভা শেষ করেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।

বন্ধুদের আলোচনায় উঠে আসে বিগত বছরের কার্যক্রমের মূল্যায়ন
ছবি: আসিফ আহমেদ

এর আগে ৮ জানুয়ারি বেলা ৩টায় নোয়াখালী প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় বছরের প্রথম সাংগঠনিক সভা। সভায় নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান ২০২১ সালের কার্যকরী কমিটি ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সাবেক তিন সভাপতি কামাল হোসেন, হাসান সবুজ ও সুমন নূর।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা