নোয়াখালী বন্ধুসভার আয়োজনে ‘সত্যজিৎ রায় ১০১’
ফেলুদা, প্রোফেসর শুঙ্কুর মতো বিখ্যাত চরিত্রের স্রষ্টা তিনি। জীবদ্দশায় লিখেছেন বহু গল্প-উপন্যাস। চলচ্চিত্র পরিচালক হিসেবেও যাঁর খ্যাতি জগৎজুড়ে। তিনি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ মে রাত সাড়ে নয়টায় নোয়াখালী বন্ধুসভার আয়োজনে ‘সত্যজিৎ রায় ১০১’ নামে একটি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। সভার শুরুতেই ১০১ বছরে পা দেওয়া বাংলার সাংস্কৃতিক জগতের মহারাজা সত্যজিৎ রায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও লেখক মো. মাহফুজুর রহমান। তাঁর আলোচনায় উঠে আসে সত্যজিৎ রায়ের জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, লেখালেখি ও চিত্রকর্মের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন তিনি। সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়, উপেন্দ্রকিশোর রায়ের বড় ভাই সারদাঞ্জন, পিতা সুকুমার রায়সহ বিভিন্ন মানুষের প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন। মাহফুজুর রহমান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বোধ হয় সত্যজিৎ রায়কে দেখেই লিখেছেন, ‘তাল গাছ এক পাঁয়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে...’ সত্যজিৎ রায়ও ঠিক তেমনি সবাইকে ছাড়িয়ে গেছেন।
নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা সত্যজিৎ রায়ের জনপ্রিয় চরিত্র ফেলুদা, প্রোফেসর শঙ্কু, তারিণীখুড়োর মতো চরিত্রগুলো নিয়ে আলোচনা করেন। সাবেক সভাপতি জামিল যাকারিয়া সত্যজিৎ রায়ের কাহিনির নিটোল বুননের মুগ্ধতা প্রকাশ করেন। এ ছাড়া পথের পাঁচালী, অপরাজিতা, জয় বাবা ফেলুনাথসহ সত্যজিৎ রায়ের নির্মিত আরও অনেক চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন সদস্যরা। নোয়াখালী বন্ধুসভার সহসভাপতি নুসরাত সাদিয়া বলেন, ‘সত্যজিৎ রায়ের বানানো সিনেমাগুলো বারবার দেখতে ইচ্ছে করে। তাঁর জন্মদিনেও সারা দিন তাঁর সিনেমা দেখে কাটিয়েছি।’
সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত বিল্ল্যাহ, উপসাংগঠনিক সম্পাদক নাইমা সুলতানা, সাহিত্য সম্পাদক নিথিন রায়, পাঠাগার সম্পাদক সুমাইয়া সামান্তা, দপ্তর সম্পাদক পার্বণ ভৌমিক, ক্রীড়া সম্পাদক তাহসিন রহমানসহ নোয়াখালী বন্ধুসভার আরও অনেক বন্ধু। এ সভার মাধ্যমে সত্যজিৎ রায় সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পেরে বন্ধুরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাজুড়ে উপস্থাপনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ। সবশেষে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্রগুলো নিয়ে মজার মজার প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সভা শেষ হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা