‘নারীদের নিজের অধিকার বিষয়ে সচেতন হতে হবে’
নারীদের নিজের অধিকার বিষয়ে সচেতন হতে হবে। সমাজে নারীর সামাজিক নিরাপত্তা, হয়রানিসহ নানা অসংগতি প্রতিরোধে নারীরা সক্রিয় হলে নারীর মর্যাদা রক্ষা পাবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুরের আয়োজনে নারী বৈষম্য ও সামাজিক সুরক্ষাবিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন।
৮ মার্চ দুপুরে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের হলরুমে এ আয়োজন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের জাতীয় বিভিন্ন জরুরি সেবা–সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন ও নানা প্রতিবন্ধকতা ধরে।
প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক রাজীব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন, হলি গার্লস স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, লক্ষ্মীপুর বন্ধুসভার প্রচার সম্পাদক শংকর মজুমদার, প্রশিক্ষণ সম্পাদক রাবেয়া সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ওসমান হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাঈম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।
প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর বন্ধুসভা