নাটোরে শিক্ষার্থী সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

নাটোরে শিক্ষার্থী সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন
ছবি: সংগৃহীত

নাটোরে এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তারের মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। ২৩ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের কানাইখালিতে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।

গত রোববার বিকেল পাঁচটার দিকে ডাঙ্গাপাড়া বাজারসংলগ্ন রাস্তায় বখাটে মুহিন ও তাঁর সহযোগীরা সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। পরে অভিযুক্ত মুহিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোরে শিক্ষার্থী সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন
ছবি: সংগৃহীত

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, নাটোর লাঠিবাসী সমিতির সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুস সালাম, নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহাদত হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, মেহেদী হাসান, বন্ধুসভার সভাপতি আবদুল কাদের, সাদিয়া আক্তার প্রমুখ।

নাটোরে শিক্ষার্থী সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন
ছবি: সংগৃহীত

এ সময় বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি অ্যাসিড কোথা থেকে সরবরাহ হলো, তার সঠিক তদন্ত করে সরবরাহকারীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ অ্যাসিড সরবরাহ করার সাহস না পায়।

নাটোরে শিক্ষার্থী সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন
ছবি: সংগৃহীত

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক শিপন আলী, সাহিত্য সম্পাদক সাহা আলম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সেলিম রেজা, নাহিদ, রিফাত, আল-আমিন, সুমন আলীসহ অন্যান্য বন্ধু।

যুগ্ম সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা