নাটোর বন্ধুসভার উদ্যোগে সড়ক বিভাজকে ফুলগাছ রোপণ

বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়
ছবি: সংগৃহীত

‘প্রথম আলো নাটোর বন্ধুসভার আহ্বান বেশি বেশি গাছ লাগান’ স্লোগানে নাটোর জেলার সড়ক বিভাজকে ফুলগাছ রোপণের উদ্যোগ নিয়েছে নাটোর বন্ধুসভা।

বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়
ছবি: সংগৃহীত

প্রথম ধাপে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের দুটি সড়ক বিভাজক ফুলগাছ রোপণের জন্য বেছে নেওয়া হয়। এখানে গত ডিসেম্বর থেকে গাছ রোপণের জন্য মাটি প্রস্তুত করা শুরু করেন বন্ধুরা।

নাটোর বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট মুক্তার হোসেনসহ সাবেক ও বর্তমান বন্ধুদের সহায়তায় সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। ২২ জানুয়ারি শুক্রবার সকাল আটটা থেকে ঝাউগাছ, গোলাপ, রঙ্গন, চায়না টগর, চন্দ্রমলিকা, কেলেন্ডলা, গাঁদা ফুলসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়।

গত ডিসেম্বর থেকে গাছ রোপণের জন্য মাটি প্রস্তুত করা শুরু করেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার দীর্ঘদিনের বন্ধু হান্নান হোসেন, সহসভাপতি ইমাম হাসান, সোহাগ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পাঠচক্র সম্পাদক সুমন হোসেন, ক্রীড়া সম্পাদক শিপন আলী, সমাজকল্যাণ সম্পাদক ইমাম হোসেন, মিজানুর রহমান, আমিনুল ইসলামসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা