নলছিটি বন্ধুসভার উদ্যোগে পাঁচ নারীকে সম্মাননা
বিশ্ব নারী দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটি বন্ধুসভার উদ্যোগে পাঁচ নারীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ ছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর রেজাউল চৌধুরী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর দিলরুবা বেগম, নলছিটি বন্ধুসভার উপদেষ্টা প্রভাষক শাহ আলম সরদার, জেলা পরিষদ সদস্য শিক্ষক সেঁজুতি বিশ্বাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান প্রমুখ।
পরে দুই রত্নগর্ভা আল্পনা ব্যানার্জি ও কাজী মমতাজ বেগম, মুক্তিযোদ্ধার মা আয়শা বেগম, শিক্ষকতা ও সমাজসেবায় সেঁজুতি বিশ্বাস এবং উদ্যোক্তা ও ধাত্রী হিসেবে হালিমা বেগমসহ পাঁচ নারীকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ইসরাত সুলতানা। এ সময় ঝালকাঠি ও নলছিটির বন্ধুসভার সব সদস্য উপস্থিত ছিলেন।