নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা

নরসিংদীতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো নরসিংদী বন্ধুসভার আয়োজনে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়। ২৮ ফেব্রুয়ারি সোমবার রাত আটটায় পর্দা নামে এ মেলার। নরসিংদী পৌরসভার সহযোগিতায় মেলার আয়োজন করে প্রথম আলো নরসিংদী বন্ধুসভা।

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা

নরসিংদী বন্ধুসভার সভাপতি প্রলয় জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন। বইমেলার উদ্বোধন করেন নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বন্ধুসভার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রধান জহিরুল ইসলাম মৃধা, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক আনিসুর রহমান ভূঞা, নরসিংদী বিজ্ঞান কলেজের প্রভাষক ও সংস্কৃতিকর্মী নাজমুল আলম, নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মইনুল ইসলাম, প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ প্রমুখ।

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা

বক্তব্যে নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন জটিলতায় এই অঞ্চলে কয়েক বছর ধরে বইমেলা হচ্ছিল না। বন্ধুসভার ব্যানারে বেশ কয়েকজন তরুণ এই মেলা করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সঙ্গে আগামী বছর যেন মাসব্যাপী বইমেলা করা হয়, সে প্রত্যাশা রাখছি।’

উদ্বোধক ড. মশিউর রহমান মৃধা বলেন, ‘বইপ্রেমী তৈরি করতে হলে এমন মেলা করা প্রয়োজন আমাদের। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আমজাদ হোসেন বলেন, ‘বই প্রাণকে তাজা করে। আমি চাইব, প্রতিবছর এই বইমেলা হোক। তরুণরা আসবেন, শিশুরা আসবে, আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, এমনটাই চাওয়া আমার।’

নানা শ্রেণিপেশার বিভিন্ন বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠে বন্ধুসভার এই দুই দিনব্যাপী বইমেলা। মেলায় বই কেনাবেচার পাশাপাশি চলে বই নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় প্রথমা প্রকাশনের বই নিয়ে নরসিংদী বন্ধুসভার স্টলসহ মোট ১০টি স্টল ছিল।

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা

মেলা শুরু হয় প্রতিদিন বেলা তিনটা থেকে। প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল নরসিংদী লালন একাডেমির পরিবেশনা। দ্বিতীয় দিন বিকেলে নরসিংদী ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের চারটি ব্যান্ড দল গান পরিবেশন করে। একই দিন সন্ধ্যায় নরসিংদী বন্ধুসভার বন্ধুদের আবৃত্তি ও নাচের পাশাপাশি মুক্তধারা নাট্য সম্প্রদায়ের পথনাটক ‘করোনাকাণ্ড’ মঞ্চায়িত হয়।

সাধারণ সম্পাদক, নরসিংদী বন্ধুসভা

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলা
ছবি: বন্ধুসভা