নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘পুতুলনাচের ইতিকথা’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো ভার্চ্যুয়াল পাঠচক্র।

গত ১৪ অক্টোবর বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে গুগল মিটের মাধ্যমে শুরু হয় পাঠচক্র।

পাঠচক্রে আলোচনা করা হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ বইটি নিয়ে। বইটি সম্পর্কে আলোচনা করেন পাঠাগার সম্পাদক নওসাদ আলীসহ অন্য বন্ধুরা। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় পাঠচক্র।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি মো. ইউসুফ, অনুষ্ঠান সম্পাদক রাফিয়া ইসলাম, দপ্তর সম্পাদক ডি এইচ রনি, তানভীর, কাওসার, সাকিল, রওনক জাহান, মো. শুভ, ফুয়াদ মুস্তাকিম ও তানজুম মুস্তফা।

সভাপতি, জাককানইবি বন্ধুসভা