নওগাঁয় বন্ধুসভার জন্মবার্ষিকী উদ্‌যাপন

নৃত্য পরিবেশন করেন নওগাঁ নৃত্য রং একাডেমির নৃত্যশিল্পী সম্প্রীতি, তুলি, অর্থী ও সাদিয়া
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভার ২২তম জন্মদিন উদ্‌যাপন করেছে নওগাঁ বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেলে নওগাঁ শহরের নওগাঁ আবদুল জলিল স্মৃতি পার্কের বিজয় স্মৃতিস্তম্ভের পাদদেশে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধুসভার জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায়। নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ডি এম আবদুল বারী, চন্দন কুমার দেব, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, বন্ধু রাবেয়া আখতার প্রমুখ।

নওগাঁ আবদুল জলিল স্মৃতি পার্কের বিজয় স্মৃতিস্তম্ভের পাদদেশে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধুসভার জন্মদিন পালন করা হয়
ছবি: সংগৃহীত

আলোচনা শেষে কেক কেটে বন্ধুসভার ২২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়। পরে বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করে শোনান বন্ধুসভার বন্ধু ফারহান শাহরিয়ার ও মিতু আখতার। গান গেয়ে শোনান তোফাজ্জল হোসেন ও নূরী হাফসা। নৃত্য পরিবেশন করেন নওগাঁ নৃত্য রং একাডেমির নৃত্যশিল্পী সম্প্রীতি, তুলি, অর্থী ও সাদিয়া।

সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা