নওগাঁ বন্ধুসভার আয়োজনে ‘মুক্তিযুদ্ধের বীরত্বগাথা’

জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নওগাঁ বন্ধুসভার বন্ধুরা। শহীদদের স্মরণে সকাল ৬টা ৪৫ মিনিটে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবং এস এম ইকবাল হোসেন মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনান
ছবি: সংগৃহীত

বিকেল চারটায় জেলা শহরের অদূরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘বিজয়’ প্রাঙ্গণে বন্ধুরা একত্র হন। সেখানে বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবং এস এম ইকবাল হোসেন মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনান। স্বরচিত কবিতা পাঠ করেন মোছা. নুরী হাফসা ও ফারহান শাহরিয়ার। সবশেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নওগাঁ বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

আয়োজনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক মুরসালিন, নারীবিষয়ক সম্পাদক লিনা আলী, বন্ধু সানাম সাব্বির, অপু হাওলাদার, রাবেয়া আফরোজ, জোভান শাওন, রায়হান মোরশেদ, শিমুল হোসেন, নূরতাজ প্রিন্স, শাহেদ রহমান প্রমুখ।

সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা