দিনাজপুর বন্ধুসভার আনন্দ আড্ডা

নবাগত বন্ধুদের ঘিরে একত্র হয়েছিলেন পুরোনো বন্ধুরা
ছবি: সংগৃহীত

নতুন বছরে দিনাজপুর বন্ধুসভায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে নবাগত বন্ধুদের ঘিরে একত্র হয়েছিলেন পুরোনো বন্ধুরা। ৮ জানুয়ারি বেলা তিনটায় শুরু হয় বছরের প্রথম সাংগঠনিক বৈঠক। প্রথমেই নতুন বন্ধু মৌমিতা রায়ের পরিবেশনায় জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যম আয়োজন শুরু হয়। এ সময় শপথবাক্য পাঠ করান দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা ডা. শিলাদিত্য শীল।

নবাগত বন্ধুদের ঘিরে একত্র হয়েছিলেন পুরোনো বন্ধুরা
ছবি: সংগৃহীত

উপস্থিত ছিলেন বন্ধু ফরহাদ, যিনি ২০০২-০৩ সালে দিনাজপুর বন্ধুসভার প্রতিষ্ঠালগ্নের বন্ধু। অনেক দিন পরে বন্ধুসভায় এসে অশ্রুশিক্ত চোখে তিনি বলেন, বন্ধুসভায় ‘ছিলাম’ শব্দটি বন্ধুরা বিশ্বাস করেন না। কারণ বন্ধু কখনো পুরোনো হয় না।

আরেফিন কানন ও তাঁর স্ত্রী আজমেরী আহমেদ ২০০৬–২০০৯ সাল বন্ধুসভায় কাজ করেছেন। দুজন একসঙ্গে বলে ওঠেন, বন্ধুসভা ছিল একটি পরিবার, আজ পরিবারের ডাকে ছুটে আসা।

আতিকুর রহমান বলেন, ‘বন্ধুসভায় আমরা একসময় এসে অংক করতাম, এটি আমাদের পাঠশালাও বটে।’ মোহাম্মদ আলি খন্দকার বলেন, ‘অনেক শুক্রবার বাড়ি যাইনি, শুধু শুক্রবার বন্ধুসভার মিটিং হবে তাই।’

বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ ২০২০ সালের কার্যবিবরণী তুলে দেন নবনির্বাচিত সভাপতি আর্নিকা নাওয়ারের হাতে। এরপর ২০২১ সালের দিনাজপুর বন্ধুসভার নতুন কার্যকরী কমিটিকে ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা ডা. শিলাদিত্য শীল এবং প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম।

নতুন কার্যকরী কমিটিকে ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা ডা. শিলাদিত্য শীল
ছবি: সংগৃহীত

দিনাজপুর বন্ধুসভার কক্ষটি মুখর ছিল আনন্দ ও উৎসবে। অনুষ্ঠান জমিয়ে গান করেন নতুন বন্ধু প্রতীক ও বাবাই। শুভ রায় আবৃত্তি করেন আনিসুল হকের কবিতা ‘আবার বসব মুখোমুখি’।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাব্বির হাসান, অর্থ সম্পাদক বেলালুর রাহমান, মেহেগ, সিফাত, রায়হান, দিশা, রুম্পা, কামরুজ্জামান, মাহিন, শুভ প্রমুখ।

দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সভাপতি, দিনাজপুর বন্ধুসভা