দিনব্যাপী আয়োজনে চবি বন্ধুসভার স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে চবি বন্ধুসভার দিনব্যাপী আয়োজন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

দিনব্যাপী নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আয়োজনের শুরুতে ‘পাখির পাখায় বয়ে যাক মুক্তির সুবাতাস’ প্রতিপাদ্যে আকাশে পাখি অবমুক্ত করেন বন্ধুসভার সদস্যরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সব পশুপাখিকে বন্ধনমুক্ত করার প্রত্যয়ে এই আয়োজন। পাখিদের আজ আকাশে ওড়ার পালা।

স্বাধীনতা দিবসে চবি বন্ধুসভার দিনব্যাপী আয়োজন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

বন্ধুসভার উপদেষ্টা শ্যামল রঞ্জন বলেন, ‘আমরা কোনো পাখিকে বন্দী রাখতে চাই না। প্রতীক হিসেবে এসব পাখি উড়িয়ে দিলাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির রেজিস্ট্রার মুনিরুল ইসলাম, প্রক্টর রবিউল ইসলাম, আইন অনুষদের ডিন ও বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর ড. এ বি এম আবু নোমান, লায়লা খালেদা, সহকারী প্রক্টর ও বন্ধুসভার সাবেক সভাপতি রামেন্দ্র পারিয়ালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, সাবেক সাধারণ সম্পাদক রফিক সোবহানী, সাবেক সহসভাপতি মাইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে চবি বন্ধুসভার দিনব্যাপী আয়োজন
ছবি: প্রথম আলো বন্ধুসভা

পাখি অবমুক্তকরণ শেষে বন্ধুসভার বন্ধুরা ‘আমার কাছে স্বাধীনতা’ শীর্ষক আলোচনায় অংশ নেন। বন্ধুসভার বন্ধুদের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক সহসভাপতি মৌসুমি মিতু, হুমায়ুন কবির, রাউফুল, উৎস, রাকিব দেওয়ান, গিয়াস, দ্রুব, আসিফ, তানভীর, মিশু, প্রমুখ।

সবশেষে স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।