দাবি একটাই ধর্ষকের ফাঁসি চাই

সাতক্ষীরা জেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে ধর্ষকদের ফাঁসির দাবিতে মাথায় কালো কাপড় জড়িয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এ আয়োজনে যুক্ত হন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা। গত বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সহসভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক ওসমান গণি।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ, সহসভাপতি মো. হোসেন আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘দাবি একটাই, ধর্ষকের ফাঁসি চাই। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ধর্ষকের জায়গা নাই। যারা ধর্ষণ, গণধর্ষণ করে, নারী ও শিশু নির্যাতন করে, তারা পশুর চেয়েও জঘন্য। তাদের দ্রুত কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আইনের দীর্ঘসূত্রতায় যেন বিচার কার্যক্রম বিলম্ব না হয়। যারা ধর্ষণকারী তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না থাকেন, সুপারিশকারী না থাকেন।’

মানববন্ধন পরিচালনা করেন নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক রওনক বাসার।