তিতাস নদের তীরে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণছবি: বন্ধুসভা

বৃক্ষ মানুষের পরম বন্ধু। একটি দেশে অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। কিন্তু আমাদের দেশে এর পরিমাণ মাত্র ৯-১০ শতাংশ। এই বনভূমি বাড়াতে সামাজিক বনায়ন খুবই জরুরি। বিশেষ করে উঠান, বনভূমি ও রাস্তার দুই পাশের গাছ সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দেশে জলবায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ১০ জুন শুক্রবার বিকেলে পৌর শহরের মেড্ডা শ্মশানঘাট এলাকায় তিতাস নদের তীরে ফলদ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বন্ধুরা তাঁদের নিজস্ব অর্থায়নে এসব গাছের চারা রোপণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

বন্ধুরা জানান, মেড্ডা এলাকার তিতাস নদের পাড়টি সব সময় অরক্ষিত অবস্থায় থাকে। নদীর তীরবর্তী হওয়ায় স্থানটিকে আরও সুন্দর রূপে তুলে ধরতে বৃক্ষ রোপণ করা হয়। তীরের পাশেই রয়েছে বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান। আশপাশে বৃক্ষ না থাকায় সেগুলোও অনেকটা অরক্ষিত হয়ে আছে। তা ছাড়া নদীর পাড় হওয়াতে বিকেলে অনেকেই এই জায়গায় এসে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। জায়গাটিতে মোট ১৫টি চারা রোপণ করা হয়েছে।

লেখক: সদস্য, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা