ঢাবি বন্ধুসভার স্বাস্থ্যসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাবি বন্ধুসভার স্বাস্থ্যসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি করে ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসচেতনতা ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৭ নভেম্বর রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচি শুরু হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মানুষকে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন বন্ধুসভার বন্ধুরা।

ঢাবি বন্ধুসভার স্বাস্থ্যসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। অভিযান থেকে উপস্থিত সবাইকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করা হয়। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে বন্ধুরা নিজেরাও শপথ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাবি বন্ধুসভার সভাপতি আসিফ খান, সহসভাপতি তামান্না আক্তার, সাধারণ সম্পাদক সাফিন উজ জামান প্রমুখ।