ঢাবি বন্ধুসভার উপহার পেল অর্ধশত শীতার্ত মানুষ

সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার পৌঁছে দেন দূর্যোগ ও ত্রাণ সম্পাদক সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বিচ্ছিন্ন অবস্থায় দেশব্যাপী ছড়িয়ে–ছিটিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। তবে এমন অবস্থায়ও ভালো কাজে পিছিয়ে নেই তাঁরা।

ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার পৌঁছে দেন সাধারণ সম্পাদক সাফিন উজ জামান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে উষ্ণ উপহার পৌঁছে গেছে। সারা দেশে অবস্থানরত বন্ধুদের সহায়তায় ময়মনসিংহ, যশোর, রাজশাহী এবং ঢাকার সাভার ও মিরপুরে ঢাবি বন্ধুসভার বন্ধুরা শীতবস্ত্র বিতরণ করেছেন।

যশোরে পরিবেশ সম্পাদক আনমুন জেসমিন, রাজশাহীতে প্রচার সম্পাদক আবদুল আওয়াল, ময়মনসিংহে সাধারণ সম্পাদক সাফিন উজ জামান, ঢাকার সাভারে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও মিরপুরে সভাপতি আসিফ খানের মাধ্যমে শীতার্ত মানুষের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়। ৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। প্রায় অর্ধশত মানুষ পেয়েছে ঢাবি বন্ধুসভার উপহার।

যশোরে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার পৌঁছে দেন পরিবেশ সম্পাদক আনমুন জেসমিন
ছবি: সংগৃহীত

উপহার পাওয়া ময়মনসিংহের শতবর্ষী করম আলী বয়সের ভারে চলাচলে অক্ষম হওয়ায় কোথাও যেতে পারেন না। তাই তাঁর ভাগ্যে জোটে না কোনো শীতবস্ত্র। ঢাবি বন্ধুসভার পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়ায় বন্ধুদের ধন্যবাদ জানান তিনি। যশোরের রহিমা বানুর কণ্ঠেও শোনা যায় একই ধরনের অভিব্যক্তি ও কৃতজ্ঞতার হাসি।

মিরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার পৌঁছে দেন সভাপতি আসিফ খান
ছবি: সংগৃহীত

ঢাবি বন্ধুসভার সভাপতি আসিফ খান বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। দাঁড়াতে চাই মানুষের পাশে।’

রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার পৌঁছে দেন প্রচার সম্পাদক আবদুল আওয়াল
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা