ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ‘পৌষসংক্রান্তির গল্প’

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ‘পৌষসংক্রান্তির গল্প’

‘পৌষসংক্রান্তির গল্প’ শিরোনামে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় (স্থায়ী ক্যাম্পাস) বন্ধুসভার বছরের দ্বিতীয় সাপ্তাহিক আড্ডা। ১৫ জানুয়ারি রাত ৮টায় যোগাযোগবিষয়ক সম্পাদক মো. আখতারুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক লামিয়া আক্তার উর্মির যৌথ সঞ্চালনায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পৌষসংক্রান্তিবিষয়ক বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা আক্তার সাফা। সহসভাপতি রেজাউল তানভীর তুহিন ও পলাশ মাহবুব বন্ধুসভা সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য ও দিকনির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হাসান সরকার তিতাস।

আলোচনা পর্ব শেষে মূল অনুষ্ঠান শুরু হয়। গান, কবিতা আবৃত্তি, পিঠা নিয়ে নিজেদের গল্প বলাসহ নিজ নিজ এলাকার বিখ্যাত পিঠার নাম বলার প্রতিযোগিতা চলে। সবকিছু মিলিয়ে মুখরিত ও জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।

গান পরিবেশন করেন কারিশমা হক ও রাইসুল ইসলাম জিম। মহাদেব সাহার কবিতা আবৃত্তি করেন সানজিদা আক্তার, স্বরচিত কবিতা আবৃত্তি করেন পাঠাগারবিষয়ক সম্পাদক জান্নাত শিলা লনী। বিজ্ঞানবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম একই সঙ্গে একটি গান ও কবিতা আবৃত্তি করেন। কার্যকরী সদস্য রিবাছ আল হাসান ১৩ জানুয়ারি কারওয়ান বাজারে প্রথম আলো বন্ধুসভার কক্ষ ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে পাঠচক্রবিষয়ক সম্পাদক সরকার মারুফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইটি নিয়ে আলোচনা করেন।

সভাপতি ইসমাইল হাসান সরকার তিতাস আগামী এক বছরের কর্মপরিকল্পনার খসড়া পাঠ করেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জেরিন আফরিন নিশাত, সহসভাপতি হৃতিক মজুমদার, সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মুহতাদ মুমিন জুবায়ের, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, উপক্রীড়াবিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজা প্রমুখ।