ড্যাফোডিল বন্ধুসভার হৃদয়ে নজরুল

২৮ মে শুক্রবার রাত সাড়ে আটটায় ‘হৃদয়ে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়
ছবি: সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেসবুক লাইভের মাধ্যমে ২৮ মে শুক্রবার রাত সাড়ে আটটায় ‘হৃদয়ে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. তানভির করিম ও আফিয়া প্রিয়া। প্রতিবছর যেভাবে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়, এবার তা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পালন করা হয়েছে।

২৮ মে শুক্রবার রাত সাড়ে আটটায় ‘হৃদয়ে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়
ছবি: সংগৃহীত

‘হৃদয়ে নজরুল’ অনুষ্ঠানে ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গান পরিবেশন করেন ‘তুষার আহমেদ নির্মা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ গেয়ে শোনান অনিক সরকার।

‘নারী’ কবিতা আবৃত্তি করেন সেতু কবির ও ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন ফারিহা মাহমুদ। অরবিতা ইসলামের নৃত্য অনুষ্ঠানকে উৎসবমুখর ও অনন্দময় করে তোলে।

২৮ মে শুক্রবার রাত সাড়ে আটটায় ‘হৃদয়ে নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সভাপতি আহসান আরিফ চৌধুরী, ফারহান জাহিন, সিরাজউদৌল্লাহ্, ইশতিয়াক সাকিব, শুভ বিযান, মুনতাসিম হোসেন ফারাবি প্রমুখ।

কাজী নজরুল ইসলামের উপন্যাস, কবিতা, গান, গল্প নিয়ে আলোচনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।