ড্যাফোডিল বন্ধুসভার সেল্ফ ডিফেন্স কর্মশালা

প্রশিক্ষক একজন ছাত্রের সাহায্যে সেল্ফ ডিফেন্সের মৌলিক কৌশলগুলো দেখিয়েছেন
ছবি: সংগৃহীত

গত ১৯ অক্টোবর নারী নিরাপত্তার কথা মাথায় রেখে প্রথমবারের মতো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে নারীদের সেল্ফ ডিফেন্স নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জুম ক্লাউড মিটিংস অ্যাপের মাধ্যমে অংশ নেন বন্ধুরা।

কর্মশালায় মেয়েদেরকে সেল্ফ ডিফেন্স বিষয়ে মৌলিক তথ্য দেওয়া হয়েছে এবং আত্মরক্ষার মৌলিক কৌশলগুলো শেখানো হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ নাইম আলি (তায়কোয়ান্দো কোচ)। যিনি তাঁর একজন ছাত্রের সাহায্যে সেল্ফ ডিফেন্সের মৌলিক কৌশলগুলো দেখিয়েছেন এবং কীভাবে মেয়েরা নিজেদের রক্ষা করতে পারবে, সে বিষয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া একজন মেয়ের কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে মৌলিক তথ্য দেন তিনি।

কর্মশালার উদেশ্য ছিল নারীরা যেন নিজেদের আত্মরক্ষায় অন্যের সাহায্যের প্রয়োজন মনে না করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সভাপতি জেরিন আফরিন নিশাত, সহসভাপতি শাবনূর আক্তার মৌসহ রেজিস্ট্রেশনকারী নারী বন্ধুরা।

সভাপতি, ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা