ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধুসভার মাসিক পাঠচক্রের অক্টোবর পর্ব

পাঠচক্রে অংশ নেওয়া বন্ধুরা তুলে ধরেন তাঁদের পছন্দের বই সম্পর্কে নানা দিক।
ছবি: সংগৃহীত

১৩ অক্টোবর অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা স্থায়ী ক্যাম্পাসের নিয়মিত মাসিক পাঠচক্রের অক্টোবর পর্ব।

করোনায় বন্ধ থাকায় ক্যাম্পাসের সবুজ মাঠের বদলে পাঠক–বন্ধুদের নিয়ে জমে ওঠে ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর। রাত নয়টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী চলে পাঠচক্রের কার্যক্রম। এবারের পাঠচক্রে অংশ নেওয়া বন্ধুরা তুলে ধরেন তাঁদের পছন্দের বই সম্পর্কে নানা দিক।

শুরুতে সভাপতি জেরিন আফরিন নিশাতের শুভেচ্ছা বক্তব্যের পর বন্ধু আল-আমিন খন্দকার তাঁর প্রিয় বই মুহম্মদ জাফর ইকবালের অবনীল সম্পর্কে তাঁর ভালো লাগার দিকগুলো ও বইটির বিষয়বস্তু তুলে ধরেন। এরপর একে একে ইসমাইল তিতাস, পলাশ মাহবুব, মুহতাদ মুমিন, সরকার মারুফা কথা বলেন তাঁদের পছন্দের বই নিয়ে।

এই আড্ডায় কালজয়ী লেখক হুমায়ূন আহমেদ, জহির রায়হান, প্রেমেন্দ্র মিত্র থেকে উঠে আসে সাদাত হোসাইন পর্যন্ত। আড্ডা হয় হাজার বছর ধরে, দেশে-বিদেশে, ঘনাদাসমগ্র, নির্বাসন–এর মতো জনপ্রিয় বই নিয়ে। আড্ডায় শাবনূর আক্তার মৌ, জাকির হোসেন, ফারিয়া রাহাত, শরিফুল ইসলাম, লামিয়া, জান্নাত, স্বাধীনসহ আরও অনেক বন্ধু উপস্থিত ছিলেন।

বেশি বেশি বই পড়া এবং নিয়মিত পাঠচক্র আয়োজনের অঙ্গীকার দিয়ে শেষ হয় মাসিক পাঠচক্রের অক্টোবর পর্ব।