ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রে ‘দিপু নাম্বার টু’

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রে ‘দিপু নাম্বার টু’
ছবি: সংগৃহীত

ফেসবুক মেসেঞ্জার রুমে অনুষ্ঠিত হলো ঝালকাঠি বন্ধুসভার নিয়মিত পাঠচক্র। গত ৩০ এপ্রিল রাত ১০টায় ভার্চ্যুয়াল এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

এবারের পাঠচক্রের নির্ধারিত বই ছিল মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘দিপু নাম্বার টু’। পাঠচক্র সম্পাদক তানভীর ফয়সালের সঞ্চালনায় পাঠচক্র শুরু হয়।

উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আ স ম মাহমুদুর রহমান পারভেজ, সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, বিথি শর্মা বনিক, জালিছ মাহমুদ, জান্নাতুল নাঈম, মো. নোমান, সুমি আক্তার, মো. হাদিস, জহিরুল, মিম আক্তার, রাহাত প্রমুখ।

বন্ধুরা পাঠচক্রে অংশগ্রহণ করে ‘দিপু নাম্বার টু’ উপন্যাস সম্পর্কে আলোচনা করেন। তাঁদের মধ্য থেকে চারজনকে সেরা নির্বাচিত করা হয়। সেরা চারজন হলেন প্রথম সুমাইয়া রহমান সেতু, দ্বিতীয় মিম আক্তার, যুগ্মভাবে ৩য় সুমি আক্তার ও জান্নাতুন নাঈম।

বিজয়ী প্রত্যেকের জন্য থাকছে বিশেষ পুরস্কার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।