‘জয় সৃষ্টির অনুক্ত উচ্ছ্বাস, জয় বিশ্বের মঙ্গল বিশ্বাস’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার স্বরচিত কবিতা পাঠের আসর
ছবি: সংগৃহীত

‘জয় সৃষ্টির অনুক্ত উচ্ছ্বাস, জয় বিশ্বের মঙ্গল বিশ্বাস’ স্লোগানকে প্রতিপাদ্য করে বিশ্ব কবিতা দিবস ২০২১ উদ্‌যাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। গত ২১ মার্চ রাত আটটায় ‘প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

আয়োজন উৎসর্গ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকদের। যাঁরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কবিতা লিখে, আবৃত্তি করে, চরমপত্র পাঠ করে, গান গেয়ে ও সুর করে মুক্তিযোদ্ধাদের মনোবল অটুট রাখতে সহায়তা করেছেন।

কবিতা পাঠের আসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করে শোনান।

১৯৯৯ সালে ইউনেসকো ২১ মার্চকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে। কবিতা সব সময় সাম্য, শান্তি ও প্রগতির কথা বলে। জাতির নানা ক্রান্তিলগ্নে কবিদের হাতে উঠে এসেছে কলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এ আয়োজনে বর্ণিক বৈশ্য, মুনিয়া ইসলাম, তন্ময় দত্ত, আজম মোহাম্মদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, কাজী নাঈম ইসলাম, নওরীন আফরোজ, জাকারিয়া মোহাম্মদ, সজিব কুমার মোদক ও মো. মিজানুর রহমান তালুকদার স্বরচিত কবিতা পাঠ করেন।

তরুণ কবিদের কণ্ঠে আবৃত্তি আগামীতে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানের অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।