জার্মানি বন্ধুসভার ভার্চ্যুয়াল বৈশাখী আয়োজন

জার্মানি বন্ধুসভার ভার্চ্যুয়াল বৈশাখী আয়োজন
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা জার্মানির বন্ধুরা পালন করলেন ভার্চ্যুয়াল পয়লা বৈশাখ। অনলাইনে ১৭ এপ্রিল জার্মান সময় রাত ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে লাইভ প্রচার করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ থেকে যোগ দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রাশিদ এবং সাধারণ সম্পাদক মৌসুমী মৌ।

অনুষ্ঠানের শুরুতে করোনায় মৃত্যুবরণ করা সবার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সদ্য প্রয়াত অভিনেত্রী কবরী আর রবীন্দ্রসংগীশিল্পী মিতা হকের আত্মার শান্তি কামনা করে স্বাগত বক্তব্য দেন জাহিদ কবীর হিমন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও পালন করেন তিনি।

পয়লা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বলেন সঞ্চালক জাহিদ কবীর। অনুষ্ঠানে গান গেয়ে শোনান ছায়ানটের শিক্ষক সুদীপ, আকিব রেজা ও আদনান। দ্বৈত গান করেন কটবুস শহরের ইব্রাত ও উপমা। গানের ফাঁকে ফাঁকে চলে বৈশাখ নিয়ে বন্ধুদের শৈশবের স্মৃতিচারণা।

স্মৃতিচারণা করেন বনি, মিল্লাত, শাওন, আল আমিন, রাশিদুল, শোয়েব, রিয়াদুর, বিথী প্রমুখ।