জার্মানি বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জার্মানি বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: সংগৃহীত

ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন প্রথম আলো বন্ধুসভা জার্মানির বন্ধুরা। ২০ নভেম্বর শনিবার রাজধানী বার্লিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বন্ধুসভার সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কয়েকজন সদস্য সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়নে প্রথম আলোর অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন।

বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে বিরামহীনভাবে মতপ্রকাশের স্বাধীনতাসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিকাশে প্রথম আলোর অবদান অনেক। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, বিজ্ঞানচর্চা, সাহিত্যচর্চার ক্ষেত্রেও ভূমিকা রেখে চলেছে প্রথম আলো।

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

আলোচনা শেষে সবাই জার্মানি বন্ধুসভার সদস্য মিল্লাত হোসেনের সৌজন্যে ভূরিভোজে অংশ নেন। অনুষ্ঠান শেষ হয় আনন্দ-আড্ডা আর গানের মধ্য দিয়ে।

সদস্য, জার্মানি বন্ধুসভা