জামালপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘ক্রীতদাসের হাসি’

২ জুলাই শুক্রবার বিকেলে গুগল মিটের মাধ্যমে এ পাঠচক্রে অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

প্রথম আলো জামালপুর বন্ধুসভার বছরের ষষ্ঠ ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটায় গুগল মিটের মাধ্যমে এ পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রের আলোচ্য বই ছিল শওকত ওসমান রচিত উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’।

২ জুলাই শুক্রবার বিকেলে গুগল মিটের মাধ্যমে এ পাঠচক্রে অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

উপস্থিত সবার উদ্দেশে পাঠচক্র সম্পাদক মুন তানিন আলম ‘ক্রীতদাসের হাসি’ বইয়ের পাণ্ডুলিপি উদ্ধারের মূল গল্প আলোচনা করেন। অর্থ সম্পাদক মুক্তা খাতুন ও বন্ধু নাছিমা খাতুন বইটি পড়ে যা জানতে পেরেছেন, তা নিজ ভাষায় সবার উদ্দেশে বলেন। উপস্থিত বন্ধুরা মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন। অন্য বন্ধুরাও বইটি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে পাঠচক্র আয়োজন করার কথা বলেন। সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম প্রত্যেককে বই পড়ে রিভিউ লিখে পাঠানোর বিষয়ে অবগত করেন।
পাঠচক্র শেষে পরিবেশবিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন উপস্থিত সবার উদ্দেশে বন্ধুসভার এবারের বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে জাতীয় পরিচালনা পর্ষদের দেওয়া বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

২ জুলাই শুক্রবার বিকেলে গুগল মিটের মাধ্যমে এ পাঠচক্রে অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

আয়োজনে উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি এস এম সিফাত আবদুল্লাহ্, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বন্ধু মাহাদী, নাঈম, অন্তরা, সাজ্জাদ, শাকিল, সাবরিনা, ফারিয়াসহ অনেকে।
সব শেষে নতুন-পুরাতন বন্ধুরা নিজেদের পরিচয় দেন ও বন্ধুসভা নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। সব বন্ধুর একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শেষ হয় ভার্চ্যুয়াল পাঠচক্র।
পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা