জাককানইবি বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলো ও বন্ধুসভার ২২ বছর উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে আয়োজিত হয় ভার্চ্যুয়াল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সম্পাদক রাফিয়া ইসলামের সঞ্চালনায় ১৩ নভেম্বর বেলা তিনটায় গুগল মিটের মাধ্যমে প্রথম আলো ও বন্ধুসভার জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য দিয়ে আয়োজন শুরু হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মানসুরা বিনতে আমিন। প্রথম আলো ও বন্ধুসভাকে নিয়ে তথ্যমূলক আলোচনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল রাফিক, যার ওপর ভিত্তি করে অনুষ্ঠানজুড়ে বিভিন্ন সময় কুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানে বন্ধু ও অতিথি শিল্পীদের পরিবেশনা সাধারণ একটি বিকেলকে অসাধারণ করে তোলে
ছবি: সংগৃহীত

পুরো অনুষ্ঠানে বন্ধু ও অতিথি শিল্পীদের পরিবেশনা সাধারণ একটি বিকেলকে অসাধারণ করে তোলে। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রণব হালদার এবং ‘ব্র্যাক মেঘে ঢাকা তারা ২০১১ চ্যাম্পিয়ন’ ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী কানিজ খন্দকার। নৃত্য পরিবেশন করেন শুভ্রদেব চক্রবর্তী। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শাকিল আহমেদ ও জাফরিন খান।

আবৃত্তি করেন আতিয়া শারমিলা, তানভীর আহমেদ ও জহুরা আক্তার। গান পরিবেশন করেন মেহেদী মিলন। কৌতুক উপস্থাপন করেন নবায়ন দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক শেখ সুজন আলী, সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আল জাবির ও প্রভাষক তারিফুল ইসলাম।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় কুইজ প্রতিযোগিতার লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ ও সভাপতি মো. ইউসুফের সমাপনী বক্তব্য ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা