জাককানইবি বন্ধুসভার জমজমাট মাসিক সভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বন্ধুসভার মে মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মে রোববার বেলা ২টা ৩০ মিনিটে গুগল মিটের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয়। জাককানইবি বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য মিলিয়ে ৪০ জন বন্ধু সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া জান্নাত। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মে মাসের সামগ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহায়তায় ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি আয়োজন করার ব্যাপারে পরিকল্পনা করা হয়। বন্ধুসভার বন্ধুরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির পরিকল্পনায় উপস্থিত সবার মতামত নেওয়া হয়। চলমান কুইজ প্রতিযোগিতা, ঈদ আড্ডাসহ আসন্ন কার্যক্রম সম্পর্কে বন্ধুরা নিজেদের মতামত ব্যক্ত করেন।
সভায় গত এপ্রিল মাসের পাঠচক্র নিয়েও আলোচনা করা হয়। মনিরুল ইসলাম পাঠচক্রকে কীভাবে আরও সুন্দর করা যায়, সেই ব্যাপারে বন্ধুদের মতামত নেন।
সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় শেষে সমাপনী বক্তব্য দেন সভাপতি মানছূরা বিনতে আমিন।