জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার আয়োজন

জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেক কাটা, আলোচনা সভা ও উপদেষ্টা সম্মাননার আয়োজন করা হয়। বেলা তিনটায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি খায়রা তুজ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন দুই উপদেষ্টা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস ও সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী।

উপদেষ্টা অনিক বিশ্বাস বলেন, ‘সেই প্রতিষ্ঠাকাল থেকে প্রথম আলোসহ যাঁরা এই সংগঠনের সঙ্গে ছিলেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ এমন একটি সংগঠন গড়ে দেওয়ার জন্য। যার কারণে আজ বই পড়ার দিক, সাংস্কৃতিক দিক, সামাজিক দায়বদ্ধতা পালনের দিকসহ প্রতিটি দিক দিয়ে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে।’

জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার আয়োজন
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা সানজিদা চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী প্রমুখ।

ছবি: সংগৃহীত

আলোচনা সভার মাধ্যমে আয়োজন শুরু হয়ে একপর্যায়ে বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপদেষ্টাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকেল ৫টায় কেক কাটার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা