জনস হপকিনস ও বন্ধুসভার যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষক অশোক কর্মকার বিভিন্ন তথ্য-উপাত্ত ও গল্পের মাধ্যমে কর্মশালা সম্পন্ন করেন
ছবি: সংগৃহীত

‘করোনায় নয়া স্বাভাবিক জীবন’—এ বিষয় নিয়ে ১ ডিসেম্বর সন্ধ্যায় জনস হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত এ আয়োজনের শুরুতেই বিজয়ের মাসের প্রথম দিনে বিজয়ের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের উপস্থাপক ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহতারিমা রহমান। এরপর বন্ধুসভার বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে কর্মশালা শুরু করেন অনুষ্ঠানের অতিথিপ্রথম আলোর প্রধান শিল্পনির্দেশক ও চিত্রশিল্পী অশোক কর্মকার।

প্রশিক্ষক অশোক কর্মকার ৫১ মিনিট ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গল্পের মাধ্যমে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে কর্মশালা সম্পন্ন করেন। এরপর যুক্ত হন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি জনস হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে দ্বিতীয় ধাপে গৃহীত কর্মসূচিগুলো সম্পর্কে বলেন এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা লাইভের শেষের দিকে এ কর্মশালা এবং কর্মশালা–পরবর্তী প্রতিযোগিতা সম্পর্কে সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাসহ সবাইকে জানাতে এবং নিজেদের অংশগ্রহণের জন্য বন্ধুসভার বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপস্থাপক মোহতারিমা রহমান।