‘চোখের বালি’ নিয়ে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্র

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

সাহিত্য আড্ডা ও পাঠচক্র আমাদের আত্মার প্রশান্তি ও জ্ঞানের পরিধি বাড়ায়, দূর করে জড়তা। সেই ধারাবাহিকতায় ‘বই মনের পরিধি বাড়ায়, আসুন বই পড়ি’ মূলমন্ত্রকে ধারণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘চোখের বালি’ নিয়ে পাঠচক্র করেছে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ। ২৫ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আকাশ শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার উপদেষ্টা ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম। পাঠচক্রে উপন্যাসটির মূলভাব সবার মধ্যে তুলে ধরেন বন্ধুরা। উপন্যাস নিয়ে আলোচনা করেন সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাশেল তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক বাঁধন সরকার, সহসভাপতি নাইমা জান্নাত, সহসভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম।

সবশেষে বন্ধুদের থেকে উপন্যাস সম্পর্কে বিভিন্ন কুইজ জিজ্ঞেস করেন সভাপতি মারুফ রশিদ। পাঠচক্রের আগামী আসরে কোন বই নিয়ে আলোচনা করা যায়, তা নিয়ে পরামর্শ দেন কার্যকরী সদস্য উম্মে সালমা। উপদেষ্টা তৌহিদুল ইসলামের আলোচনায় ছিল বই পড়ার গুরুত্ব এবং এর মধ্য দিয়ে আমরা কীভাবে আমাদের জীবনকে সুন্দর ও সাবলীল করতে পারি। পাশাপাশি সমাজ গঠনে বন্ধুদের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ, রোকশানা আক্তার, আসিফ শাওয়াল, সাদিয়া আফরিন, শফিউল হাসান, আয়াত উল্লাহ, জান্নাতুল নাইম, কাঞ্চন শর্মা, ইয়াছিন, নুরুল আরিফিন, ফানা ফিল্লাহ, হেলাল উদ্দিন, তানজুম আরা, আরিফুল রহমান, উম্মে সালমা ও নুর মহল।