চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠিত

নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের দুটি দল
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি রোববার বিকেলে বসন্তবরণ উৎসব করা হয়েছে। ‘এসো বন্ধু, ফাগুনের আগুনে উজ্জীবিত করি মন’ শ্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল চারটায় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিসত্তার নৃত্যগীতের দলও অংশ নেয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে অনুষ্ঠানে মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি ওজিফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আবদুস সাত্তার, মনোয়ারা খাতুন ও বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

বসন্তের দলীয় সংগীত পরিবেশন করেন শাহজাহান প্রামাণিক, আবদুস সাত্তার, কানাই চন্দ্র দাস, ওজিফা খাতুন, মারিয়া হাসান ও আবদুল মতিন। অনুষ্ঠানে আবৃত্তি করে ছোট বন্ধু ঐশি। নাচ পরিবেশন করে ছোট বন্ধু মাহি ও প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের দুটি দল।

নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের দুটি দল
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের নাচ দেখে তাদের উত্সাহিত করতে ইন্টারন্যাশনাল ইনারহুইলার ক্লাব অব চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হয়। সংগঠনের পক্ষে শাড়িগুলো তুলে দেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি মারিয়া হাসান ও সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা